ড. মো: আরিফুর রহমান
ড. মো: আরিফুর রহমান ১৯৮০ সালে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হােসেনাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের। ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি.এ (সম্মান) ও এম.এ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযােগী অধ্যাপক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধ : বৃহত্তর কুষ্টিয়া জেলা’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি (২০১৬) অর্জন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া তাঁর গবেষণার ক্ষেত্র। ইতােমধ্যে তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে।