ডা. আবুল হাসান মুহম্মদ বাশার
ডা. আবুল হাসান মুহম্মদ বাশার বাংলাদেশের একজন অন্যতম শীর্ষস্থানীয় রক্তনালি বিশেষজ্ঞ ও সার্জন। শরীরের রক্তনালি অর্থাৎ ধমনী ও শিরার প্রায় সব ধরনের সমস্যা নিয়ে কাজ করেন তিনি। তার পেশাগত কাজের মধ্যে রয়েছে রক্তনালির বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য ভাস্কুলার ডুপ্লেক্স পরীক্ষা ও অ্যানজিওগ্রাফি এবং রক্তনালির রোগ চিকিৎসায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তির বিভিন্ন অপারেশন ও কাটাছেঁড়াবিহীন লেজার ও এন্ডোভাস্কুলার পদ্ধতি। ডা. বাশার এদেশে ধমনীর ব্লক চিকিৎসায় অত্যাধুনিক অ্যানজিওপ্লাস্টি পদ্ধতি প্রয়োগে পথিকৃৎদের অন্যতম। কিডনি ফেইলিউররের রোগীদের ডায়ালাইসিসে ব্যবহৃত আর্টারিওভেনাস ফিস্টুলা তৈরি ও রক্ষণাবেক্ষণে তার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। পেশাগত জীবনে এ পর্যন্ত তিনি ৩০০০ এরও বেশি রক্তনালির অপারেশন ও এন্ডোভাস্কুলার পদ্ধতি সম্পন্ন করেছেন। একজন বিশেষজ্ঞ ভাস্কুলার সার্জন হিসেবে তার রয়েছে ১২ বছরেরও বেশি সময় ধরে কাজ করবার অভিজ্ঞতা।