ডা. আলী আহমেদ মোল্লা
শিক্ষা নিই।। মুক্ত স্বাধীন বাংলাদেশে রাজনীতির গতিপ্রবাহ পর্যবেক্ষণ করি। এদেশটির স্বাধীনতার সংগ্রামের উষালগ্ন থেকে সীমিত পরিসরে অর্থাৎ যে অবস্থানে ছিলাম সেই অবস্থানের প্রেক্ষাপটে যে কর্মকাণ্ড মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তুলেছিলাে তার সাথে সংশ্লিষ্ট ছিলাম এবং যুদ্ধের সময় যে দায়িত্ব দেয়া হয়েছিলাে সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছিলাম। এতে মৃত্যুর মুখােমুখি হয়েছিলাম। কিন্ত মৃত্যুকে কখনাে ভয় পাইনি। ইন্টারােগেশানের নামে বেদম পিটুনি খেয়েছি। কিন্তু কথা বের হয়নি। তাই বেঁচে আছি।