Skip to Content
Filters

author.name

ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ

ডা. তৃপ্তীশ চন্দ্র ঘােষ একজন কার্ডিওলজির অধ্যাপক এবং ময়নামতি মেডিকেল কলেজ, কুমিল্লার সাবেক অধ্যক্ষ। তিনি ১৯৯৩ সাল থেকে কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটালে হৃদরােগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা দিয়ে আসছেন। তিনি হৃদরােগ প্রতিরােধ, চিকিৎসা, পুণর্বাসন ও গবেষণামূলক প্রতিষ্ঠান—হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা, বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। যার মাধ্যমে তিনি হৃদরােগ বিষয়ে জনসচেতনতা তৈরীর পাশাপাশি কয়েক হাজার দুস্থ জনগােষ্ঠীকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর-এর আজীবন সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের সাথে জড়িত রয়েছেন। অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘােষ-এর বহু বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে। প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর লেখা তিনটি কাব্যগ্রন্থসহ এগারােটি বই প্রকাশিত হয়েছে। অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘােষ-এর জন্মস্থান টাঙ্গাইল হলেও বর্তমানে তিনি কুমিল্লায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর স্ত্রী ডা. মল্লিকা বিশ্বাস একজন কবি ও সনােলােজিষ্ট। তিনি দুই কন্যা ডা. মেধা ঘােষ ও নেহা ঘােষ এবং এক পুত্র সন্তান দিগ্বিজয় ঘােষ রােহন-এর জনক।