ডা. শামছুন নাহার
ডা. শামছুন নাহার জন্ম ১৯৫৭ সালে, দাদাবাড়িতে, পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাসুরিয়া গ্রামে। মেট্রিক পাস করেছেন ভাঙ্গুড়া হাই স্কুল থেকে। ইন্টারমিডিয়েট পড়েন পাবনা মহিলা কলেজে। এমবিবিএস করেছেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে গাইনী ও অবসএ এমএস করেছেন। শহীদ সােহরাওয়ার্দী হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সর্বশেষ সিলেট ওসমানী মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে আদ-দ্বীন হাসপাতালে প্রফেসর এবং বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন। স্বামী ডাক্তার মােঃ আব্দুস সবুর, একমাত্র মেয়ে। ইপ্সিত ঐশ্বী। লেখালেখি করছেন শখের বশে। কবিতা, ছােটগল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, ছড়া সব শাখাতেই লিখে যাচ্ছেন।