ডি. অমিতাভ
ডি. অমিতাভ তুমি জানাে তােমার নদীরূপ আমার আঁকা। সুবর্ণরেখার মতাে নরম বাঁক তােমার রজনিগন্ধা শরীরে। ত্যারচা টিপছাপ নাভি আমিই চিনিয়েছি তােমায়। অথচ সেসব। নিয়ে তুমি চলে গেলে আমায় নিঃস্ব লেখক করে! এখন। আমি তােমার রূপক অলংকার উপমা তুলনায় লিখে যাই পাতার পর পাতা অন্য নারীর নামে নিশ্চিত ইঙ্গিত রেখে। তুমি চিনতে পারাে যাতে সেই জন্মশিল্পীকে...