Skip to Content
Filters

author.name

তওফিক মাহবুব চৌধুরী

তওফিক মাহবুব চৌধুরী পেশাদার জীবনে পুলিশ কর্মকর্তা। জন্ম ১৯৭০ সালে সিলেট শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন অর্থনীতিতে। ১৫তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনির কসভো ও সুদান মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কর্মজীবনে লেখক বরিশাল ও রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি ডিবি-দক্ষিণ ও ডিসি ওয়ারী, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশে ডিসি হেডকোয়ার্টার্স এবং স্পেশাল ব্রাঞ্চে বিশেষ পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি ছিলেন। বর্তমানে ডিআইজি হিসেবে কর্মরত। পেশাদার জীবনের পাশাপাশি বুদ্ধিবৃত্তির জগতেও তিনি বিচরণ করেছেন সচেতনভাবে। অভিজ্ঞতালব্ধ জ্ঞান ছড়িয়ে দিতে চান প্রজন্মের মানসপটে। 'আমি জানি তুমি মিথ্যা বলছ' তার প্রথম গ্রন্থ।