Skip to Content
Filters

author.name

তপংকর চক্রবর্তী

তপংকর চক্রবর্তী সত্তর দশকের খ্যাতিমান ছড়াকার তপংকর চক্রবর্তী। তিনি বাংলা ছড়াকে প্রচলিত রীতি পদ্ধতির বাইরে নানাভাবে ব্যঞ্জনাময় করে তুলতে সচেষ্ট। তাঁর ছড়া কোনো বিশেষণের অপেক্ষা রাখে না। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ছড়া লেখার পাশাপাশি কবিতা, প্রবন্ধ এবং গবেষণাকাজেও তিনি দক্ষতার পরিচয় রেখেছেন। জন্ম ১৯৫৫ সালের ৯ জুলাই (২৪ আষাঢ়) বরিশাল শহরের কাউনিয়া ব্রাঞ্চ রোডে এক শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারে। পিতা ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামী ও শিক্ষাবিদ অধ্যাপক শৈলেশ্বর চক্রবর্তী। মা ব্রিটিশবিরোধী আন্দোলনের নারীনেত্রী কুন্তী রানী চক্রবর্তী। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেনে ১৯৭৭ সালে। দীর্ঘকাল সাংবাদিকতা, সাহিত্য ও শিশু সংগঠনের সঙ্গে জড়িত। বর্তমানে বরিশাল শহরের অমৃত লাল দে মহাবিদ্যালয়ে অধ্যক্ষ পদে কর্মরত। মিল-বিন্যাসের অভিনবত্বে, ছন্দকুশলতায়, বিদেশী শব্দের সুষম প্রয়োগে, সর্বোপরি শব্দার্থের নানামুখী ব্যঞ্জনায় তাঁর ছড়া সববয়সী পাঠককে সমান আকৃষ্ট করে। তিনি যেমন শিশুতোষ ছড়া রচনায় পারদর্শী তেমনি রাজনীতি, সমাজ ও মানুষকে দেখেছেন চুলচেরা বিশ্লেষণে। একদিকে তিনি যেমন পেয়েছেন পাঠকপ্রিয়তা, তেমনি গভীর ভাব-সম্পদে ঋদ্ধ তাঁর ছড়া।