তানজীনা আফরিন মেরিন
তানজীনা আফরিন মেরিন বৃন্দাবন সরকারি কলেজ থেকে দর্শন বিষয়ে অনার্স এবং একই বিষয়ে সরকারি তােলারাম কলেজ থেকে মাস্টার্স শেষ করেন। কিছুদিন আইন বিষয়ে পড়াশােনা করার পর রাবাধা নিয়মে নিজেকে বাঁধতে পারেন নি। লেখালেখির মতাে স্বাধীন জীবনে নিজেকে ধরে রাখতে স্বাচ্ছন্দ্যবােধ করেন। অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয় তার লেখা প্রথম ছয় হয়ন আহমেদ আমার না এবং অমর একুশে গ্রন্থমেলা ২০২১-এ প্রকাশিত হয় উপন্য আমি দুপুর।