Skip to Content
Filters

author.name

তানভীর আহমেদ

তানভীর আহমেদ জন্ম- ২৬শে মার্চ ১৯৮৭ ঢাকা, মায়ের আশ্রয়ে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা লেখাপড়া করেছেন ইঞ্জিনিয়ারিং ইস্টিটিউট থেকে পেশা হিসেবে ঢাকায় নির্মাণ করেছেন ব্যক্তিগত ব্যবসা। বিষাদ নীলে অবগাহন তার তৃতীয় কবিতা গ্রন্থ, কবিতাকে তিনি মনে করেন নিঃসঙ্গতা যাপনের প্রধান উপজীব্য। কবিতা লেখা ছাড়াও কবি তাঁর স্বকণ্ঠে ওয়েবসাইটে প্রকাশ করেছেন আবৃত্তি, যেখানে তিনি আহরণ করেন কবিতার র-ম্যাটার।