Skip to Content
Filters

author.name

তানভীর দুলাল

তানভীর দুলাল জন্ম: ১৯৮২। নীলফামারী, ডিমলা উপজেলার নাউতারা। ইউনিয়নের আকাশকুড়ি গ্রাম। সনদী নাম: মাে. দুলাল হােসেন। খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগের সহযােগী অধ্যাপক। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে ২০০৪ সালে স্নাতক শ্রেণিতে প্রথম এবং ২০০৫ সালে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। কবিত্রয়ীর কাব্যভাষা: শামসুর রাহমান-সৈয়দ। শামসুল হক-আল মাহমুদ শিরােনামে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। পুরস্কার: ড. শহীদুল্লাহ্ জ্ঞানপীঠ পুরস্কার।