তানভীর মেহেদী
তানভীর মেহেদী জন্ম: ১৭ ডিসেম্বর ১৯৯২ সার্টিফিকেটে লেখা: ৩১ ডিসেম্বর ১৯৯৩ আমাদের সম্মু ক্লাস নাইনে উঠে রেজিস্ট্রেশন করার সময় ক্লাস টিচাররা সবার জন্ম তারিখ, জন্ম সাল চেঞ্জ করে দিতেন। আমি স্যারদের থেকে বাঁচলেও আমার নানার হাত থেকে বাঁচতে পারি নি। তিনি আমার জন্ম তারিখ এভাবে চেঞ্জ করে দিয়েছিলেন। পেশায়-নেশায় আমি একজন জাহাজী। আপনারা যাদের মেরিন ইঞ্জিনিয়ার, মেরিন অফিসার এসব নামে জানেন। এর মধ্যেই কিছু গল্প বয়ে নিয়ে। চলেছি। সেসব গল্প আমার সাথে পাড়ি দিয়েছে সাউথ চায়না সি থেকে আটলান্টিক। দেশে এসে উপন্যাস হিসেবে মলাটবন্দি হয়েছে। সামান্য কথা, সাধারণ গল্প লিখতে লিখতে উপন্যাস লিখে ফেললাম। প্রথম উপন্যাসে লিখলাম সমাজের গল্প, | দ্বিতীয় উপন্যাসে জীবনের গল্প। তৃতীয় উপন্যাসে লিখেছি সময়ের গল্প। খুব বেশি সাহিত্য আমি করতে পারি নি, শুধু গল্প বলতে চেয়েছি। আমার বলা গল্প, আমার সবচেয়ে বড় লেখক পরিচিতি।