Skip to Content
Filters

author.name

তাপস রায়

তাপস রায় জন্ম ৭ই মাঘ; সিরাজগঞ্জ জেলার দেলুয়া গ্রামে। বাবা প্রভাতচন্দ্র রায়, মা তাপসী রায়ের প্রথম সন্তান। পড়াশােনা শেষ করে দৈনিক আজকের কাগজ-এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। বিভিন্ন জাতীয় দৈনিকে রম্য ম্যাগাজিন, শিশুসাহিত্য, শিক্ষা, ভ্রমণ এবং পেশাবিষয়ক ক্রোড়পত্র সম্পাদনা করেছেন। দৈনিকগুলােতে লিখেছেন রম্যরচনা, ছড়া, কিশাের গল্প এবং নিবন্ধ। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়াতেও রয়েছে সমান পদচারণা। টেলিভিশনের জন্য নাটক লিখেছেন। সেগুলাে বিভিন্ন সময় প্রচারিত হয়েছে। এ ছাড়াও টেলিভিশনের জন্য কেরিয়ার, ফ্যাশন, ইতিহাসবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন। লিখেছেন রেডিও ফুর্তির টাইটেল সং এবং গান।