Skip to Content
Filters

author.name

তাপসী দাস

আমি তাপসী দাস জন্ম ১৯৯০ সালের সাতই অগাস্ট। ছেলেবেলা কেটেছে কুমিল্লার ছোটো একটা গ্রামে তিতাস নদীর পাড়ে মামার বাড়িতে। সে সময় গ্রামের মাঠে ঘাটে নদী-নালা, খাল-বিল সবকিছু দাপিয়ে বেড়িয়েছি। ২০০০ সালে সপরিবারে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করি। উনিশ বছর বয়সে বিয়ে করে সংসার এবং পড়াশোনা দুটোই সমান তালে চালিয়ে যাই। ছোটোকাল থেকেই পশু পাখির প্রতি একটা টান অনুভব করতাম। পরবর্তীতে বাসায় শখের বশবর্তী হয়ে বিড়াল পোষা শুরু করি। ধীরে ধীরে বিড়াল এর সংখ্যা বাড়তে থাকে এবং গড়ে উঠে পুচি ফ্যামিলি। বর্তমানে পুচি ফ্যামিলির সদস্য সংখ্যা আঠারো জন। এখানে সুজি, পুটি, মতি, কিয়না ছাড়াও আছে আমার দুই পুত্র ও এক কন্যা। ইচ্ছে আছে ভবিষ্যতে শুধুমাত্র পুচি ফ্যামিলির বিড়াল নয় পথের সুবিধাবঞ্চিত কুকুর-বিড়ালদের নিয়ে কাজ করার এবং সেটার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।