Skip to Content
Filters

author.name

তারিখ ফেরদৌস খান

তারিক ফেরদৌস খান জন্ম টাঙ্গাইল সদর থানাধীন হুগড়া গ্রামের সম্ভ্রান্ত খান বংশের মুক্তিযোদ্ধা পরিবারে। পিতা শাহজাহান খান, অবসরপ্রাপ্ত শিক্ষক, মাতা পারুল বেগম। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা হুগড়া সরকারি প্রাইমারি স্কুল, আনুহলা উচ্চ বিদ্যালয়, ও সরকারি মৌলানা মোহাম্মদ আলী কলেজে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রাচ্যকলা বিভাগ থেকে বিএফএ সম্মান ও এমএফএ (প্রথম শ্রেণিতে প্রথম) ডিগ্রি অর্জন করেন। শৈশব থেকেই ছবি আঁকার প্রতি তার অদম্য আগ্রহ লক্ষ্যণীয়। বিদ্যালয় বা পারিবারিকভাবে কোনো শিল্পশিক্ষকের সহায়তা ছাড়াই চারুকলায় ভর্তি পরীক্ষায় কৃত্বিতের সঙ্গে উত্তীর্ণ হয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেন। তিনি প্রাচ্যধারার একজন কৃতী-শিল্পী ও শিল্পগবেষক।