Skip to Content
Filters

author.name

তাসনীম সাদিয়া সুহানা

তাসনীম সাদিয়া সুহানা খুব অল্প বয়স থেকে ঘটে যাওয়া দৈনিক ঘটনাগুলাে নিজের মত করে ডায়েরির কিংবা লেখার খাতায় ছােট ছােট করে লিখে রাখতে ভালােবাসেন। সেই থেকে লেখা লেখির অভ্যাস। নিজেকে গল্প বলার মানুষ হিসেবে পরিচয় দিতে বেশি ভালােবাসেন। গল্প বলার জন্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ছােট গল্প, কবিতা আর উপন্যাস। মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া গল্পগুলােকে তুলে ধরার চেষ্টা করছেন অনবরত। সে চেষ্টার সফলতা হিসেবে স্কুল-কলেজের ম্যাগাজিনগুলােতে লেখা ছাপা হলেও বড় আকারে প্রথম সফলতা আসে ২০১৯-এর একুশে বই মেলায়, প্রকাশিত ‘দুই দুগুনে চার’ গল্প সমগ্রে নিজের লেখা একটি গল্প অন্তর্ভুক্ত হয়। এরপর প্রকাশিত কবিতা সংকলনে ছাপা হয় কবিতা ।। সেই থেকে নব উদ্যমে নতুন কিছু সৃষ্টির প্রচেষ্টায় বাঙালি পরিবারের সম্পর্কের বিভিন্ন দিকগুলাে নিয়ে বৃহৎ আকারে ২০১৯ সালে রচনা করেন প্রথম। উপন্যাস ‘বিনি সুতার টানে।। বলার চেষ্টা করেন মানুষের জীবনের নানা উত্থানপতন। আর উন্মােচনের চেষ্টা করেন কখনাে কখনাে জীবনের সাথে জড়িত রহস্যকে। যা ২০২০ সালের একুশে বই মেলায় প্রকাশ পায়। ২০২১ সালে প্রকাশিত হয় তার আরেকটি সমকালীন উপন্যাস- ‘খাঁচা’ । এছাড়া ২০২০ ও ২০২১ একুশে বই মেলায় এগারােটি গল্প ও কবিতা সংকলনে গল্প ও কবিতা প্রকাশিত হয়। জন্ম থেকে বেড়ে উঠা চট্টগ্রাম শহরে। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশােনা শেষ করে জড়িয়ে পড়েন লেখা লেখির এই জগৎটাতে।। গল্প সেতাে গল্প নয় জীবনেরও কথা কয়। এই নশ্বর জীবনে গল্পরাই কেবল হয়ে থাকে অবিনশ্বর।। এই বিশ্বাস নিয়ে লিখে যেতে চান আরাে অনেক গল্প কবিতা আর উপন্যাস। বেঁচে থাকতে চান মানুষের মনে। আর তার জন্য পাঠকের দোয়া আর ভালােবাসা কাম্য।