তাহমিনা কবির
তাহমিনা কবির জন্ম ঢাকায়। শৈশব, কৈশাের কেটেছে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অধ্যয়নকালে দেশ ছেড়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে বসবাস করছেন। দীর্ঘদিন প্রবাসে থেকেও মনে প্রানে তিনি একজন বাঙালি-চিন্তা, চেতনা, মেধা ও মননে শতভাগ বাঙালিয়ানা। জীবনযাপন, খাবারদাবার, চালচলন, সর্বত্রে বাঙালি সংস্কৃতিকে ধারণ ও লালন করে আছেন। জন্মভূমিকে যেমন আন্তরিকভাবে ভালবাসেন, তেমনি তার হৃদয়েও বহমান আছে মাতৃভাষা বাংলা। তার অবসর সময় কাটে বই পড়ে, দীর্ঘ দিনের ইচ্ছে নিজে কিছু লেখার । প্রিয়জনেরা বলেন তার মধ্যে লেখার ক্ষমতা লুকায়িত আছে। তাদের অনুভব আর অনুপ্রেরণায় জীবনের মাঝামাঝি সময়ে এসে লেখকের এই প্রয়াস, প্রথম প্রকাশনা-কথা থাক কথা।