Skip to Content
Filters

author.name

তাহমিনা কবির

তাহমিনা কবির জন্ম ঢাকায়। শৈশব, কৈশাের কেটেছে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অধ্যয়নকালে দেশ ছেড়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে বসবাস করছেন। দীর্ঘদিন প্রবাসে থেকেও মনে প্রানে তিনি একজন বাঙালি-চিন্তা, চেতনা, মেধা ও মননে শতভাগ বাঙালিয়ানা। জীবনযাপন, খাবারদাবার, চালচলন, সর্বত্রে বাঙালি সংস্কৃতিকে ধারণ ও লালন করে আছেন। জন্মভূমিকে যেমন আন্তরিকভাবে ভালবাসেন, তেমনি তার হৃদয়েও বহমান আছে মাতৃভাষা বাংলা। তার অবসর সময় কাটে বই পড়ে, দীর্ঘ দিনের ইচ্ছে নিজে কিছু লেখার । প্রিয়জনেরা বলেন তার মধ্যে লেখার ক্ষমতা লুকায়িত আছে। তাদের অনুভব আর অনুপ্রেরণায় জীবনের মাঝামাঝি সময়ে এসে লেখকের এই প্রয়াস, প্রথম প্রকাশনা-কথা থাক কথা।

Books by the Author