Skip to Content
Filters

author.name

তৌফিক-ই-ইলাহি চৌধুরী (বীর বিক্রম)

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন এবং বড় হন পূর্ব পাকিস্তানে। ঢাকা এবং লিডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার চাকরি জীবনের শুরু। ১৯৬৮ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি)-এ যোগ দেন। ১৯৭১ সালে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। এ সময় প্রতিরক্ষা বাহিনীতে তিনি কমিশন প্রাপ্ত হন এবং সেক্টর-৮-এর সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীর বিক্রম উপাধিতে ভূষিত হন। ১৭ই এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার সনদ পাঠ এবং সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অন্যতম প্রধান আয়োজক এবং সংগঠক ছিলেন। বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০২ সালে তিনি অবসরে যান। ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। এখনও সেই দায়িত্বে রয়েছেন ।