Skip to Content
Filters

author.name

দিনওয়ার হাসান

দিলওয়ার হাসান জন্ম : মানিকগঞ্জ, মা : মরহুমা ফাতেমা বেগম; বাবা মরহুম মােহাম্মদ মােয়াজ্জম উদ্দিন।। লেখাপড়া : সরকারি হাইস্কুল, মানিকগঞ্জ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এম এ। স্কুলজীবন থেকে লেখালেখি ও সাংবাদিকতা শুরু। ১৯৭২ সালে সংবাদ সংস্থা বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল (বিপিআই)-এর নিজস্ব সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু পরে বাংলাদেশ। সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ অবজারভারএর নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করেন। ১৯৮১ সালে দৈনিক সংবাদে যােগ দেন। সহসম্পাদক ও রিপাের্টার হিসেবে। মূলত গল্পকার। গল্প ছাড়াও প্রবন্ধ ও ফিচার লেখেন, করেন অনুবাদ। অনেক খ্যাতনামা লেখকের রচনা অনুবাদ করেছেন। নেশা : চলচ্চিত্র, সংগীত, শিল্পকলা, ভ্রমণ, সাংবাদিকতা; প্রকাশিত গ্রন্থ : অন্যদেশের গল্প, অনুবাদ গল্প, টু উইমেন, অনুবাদ উপন্যাস, শর্ট স্টোরিজ, আইজ্যাক বাশেভিস সিঙ্গার, অনুবাদ গল্প, আদম এবং ইভের গল্প, ছােটগল্প, হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প, অনুবাদ গল্প।