দিলীপকুমার রায়
দিলীপকুমার রায় জন্ম ২২ জানুয়ারি ১৮৯৭। পিতা দ্বিজেন্দ্রলাল রায়, মাতা সুরবালা দেবী। প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম শ্রেণির অনার্স সহ বি এ পাস (১৯১৮)। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে ট্রাইপস প্রথম ভাগ। (১৯২০)। ইংল্যান্ড, জার্মানি ও ইতালিতে পাশ্চাত্য সঙ্গীত শিক্ষা। ১৯২২-এ দেশে ফিরে আবদুল করিম খাঁ, ফৈয়াজ খাঁ, পণ্ডিত ভাতখণ্ডে, হাফিজ আলি খাঁ প্রমুখের কাছে উচ্চাঙ্গ সংগীতে শিক্ষালাভ। ১৯২৮ থেকে ১৯৫০ পর্যন্ত শ্রীঅরবিন্দের পণ্ডিচেরী আশ্রমে অবস্থান। ভারত সরকার প্রেরিত সংগীত মিশনের। (১৯৫৩) সদস্য। পুণায় ‘শ্রীহরিকৃষ্ণ মন্দির’ প্রতিষ্ঠা। নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ, গান্ধীজি, জওহরলাল নেহরু এবং বিদেশের বহু খ্যাতিমান ব্যক্তিত্বের সঙ্গে নিবিড় পরিচয়। ‘সংগীত-রত্নাকর’ উপাধিতে ভূষিত। সংগীতনাটক একাডেমির সদস্য (১৯৬৫)। রেকর্ডকরা গানের সংখ্যা প্রায় একশাে। রচিত গ্রন্থ: ভ্রাম্যমাণ, স্মৃতিচারণ, বহুবল্লভ, ভূস্বর্গ চঞ্চল, ভাবি এক হয় আর, দোলা, সাঙ্গীতিকী, ছান্দসিকী, উদাসী দ্বিজেন্দ্রলাল প্রভৃতি। প্রয়াণ: ৬ জানুয়ারি ১৯৮০।