দেওয়ান গোলাম মোর্তুজা
দেওয়ান গোলাম মোর্তাজা ১৯১৯ সালের ১৯ জুলাই হবিগঞ্জ জেলার বাহুবল থানার স্নানঘাট গ্রামে জন্মগ্রহন করেন।তাঁর পিতার নাম দেওয়ান আব্দুল গনি চৌধুরী এবং মাতার নাম সালেহা খাতুন চৌধুরী।তিনি পিতা-মাতার তৃতীয় সন্তান। শৈশবে প্রথমে নিজ বাড়িতে এবং পড়ে গ্রামের পাঠশালায় তিনি লেখাপড়া করেন।বিদ্যালয়ের পাঠদানরীতি তাঁর পছন্দ হতো না।তাই বিভিন্ন অজুহাতে প্রায়ই তিনি স্কুল কামাই করতেন। কিন্তু লেখাপড়ায় তিনি মেধাবী ছিলেন। শিক্ষক বা কারো সাহায্য ছাড়াই তিনি পাঠ্যবই পড়তেন। পাঠশালায় না যাওয়ার প্রবণতা কাটানোর জন্য তাকে মামার বাড়ি,খালাতো বোনের বাড়ি এবং শেষে অগ্রজা সহিফা খাতুনের বাড়িতে পাঠানো হয়।সেখানে তিনি কিছুদিন মাদ্রাসায় অধ্যয়ন করেন। ১৯৩২ সালে দেওয়ান গোলাম মোরতাজা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।এখানে তিনি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন।এখানে তার সহপাঠী ছিলেন কথাশিল্পী মিরজা আব্দুল হাই। ষষ্ঠ শ্রেণীতে বাংলা পড়াতেন দীনেশ বাবু। তিনি ঝড়ের সময় কবিতা লেখার জন্য ছাত্রদের উপদেশ দিতেন। দেওয়ান গোলাম মোরতাজা গ্রীষ্মের ছুটিতে অনেক কবিতা লিখেন এবং স্কুল খোলার পর মিরজা আব্দুল হাইকে দেখান।সে বছর বিদ্যালয় বার্ষিকীতে তার কবিতা প্রথম প্রকাশিত হয়। সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে কবিতা প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার পান। ১৯৯০ সালের ১৩ ই জুন সেখানকার স্ট্যাটিস-এর একটি ক্লিনিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।