Skip to Content
Filters

author.name

দেওয়ান লালন আহমেদ

দেওয়ান লালন আহমেদ জন্ম ১৯৭৮ সালে, টাঙ্গাইলে। লেখাপড়া করেছেন ঠাকুরগাঁও সুগার মিলস হাই স্কুল, ঢাকার নটরডেম কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সরকার ও রাজনীতিতে স্নাতকোত্তর ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যােগদান করেন। তিনি একজন গীতিকবি। গীতিকবি সংঘের সদস্য। দেওয়ান লালন আহমেদের গানের সংখ্যা পাঁচ শতাধিক। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে—বাবার চোখে মুক্তিযুদ্ধ (২০১৬), পুলিশের খেরােখাতা (২০১৭), বিতং বনে বন বনিয়ে (২০১৮), পুলিশের খেরােখাতা (দ্বিতীয় পর্ব), সাধুসঙ্গে ডুবাও অঙ্গ (২০২০)। মহান মুক্তিযুদ্ধে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরােধ নিয়ে । তার লেখা ‘পঁচিশে মার্চ এবং মহান মুক্তিযুদ্ধে। বীরাঙ্গনাদের নিয়ে রচিত ‘মা জননী বীরাঙ্গনা’ গান দুটি ব্যাপকভাবে সমাদৃত। চ্যানেল আই মিউজিক এওয়ার্ড ২০২০-এ তিনি সেরা গীতিকার হিসেবে পুরস্কৃত হন। একসময় ছদ্মনামে ব্লগে লিখতেন। ব্লগার স্বীকৃতি হিসেবে প্রথম আলাে ব্লগ থেকে পুরস্কার পেয়েছেন। তিনি ২০১৩ সালে আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ডেপুটি কমান্ডার হিসেবে নেতৃত্ব দান করেন এবং জাতিসংঘ পদক অর্জন করেন। বর্তমানে তিনি পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিওনে কর্মরত আছেন । স্ত্রী ফারজানা গাজী তান্তিয়া, পুত্র দেওয়ান নুর তিওম এবং কন্যা সেহলা তায়িবাহ আশনাকে নিয়ে তাঁর আপন ভুবন।

Books by the Author