Skip to Content
Filters

author.name

দেবপ্রিয় চাকমা

দেবপ্রিয় চাকমা দেবপ্রিয় চাকমা (Deba Priyo Chakma), জন্ম খাগড়াছড়ির পার্বত্য জেলার পানছড়ি উপজেলায়। তার পড়াশুনা শুরু হয় ‘শরণার্থী শিশু’ হিসেবে ভারতের দক্ষিণ ত্রিপুরার করবুক শরণার্থী শিবিরের প্রাথমিক বিদ্যালয়ে; আর সমাপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে। যাপিত জীবনে একজন ‘শরণার্থী শিশু’, ‘গুচ্ছগ্রামবাসী’, ‘আভ্যন্তরীণ উদ্বাস্তু’ এবং ‘কাপ্তাই বাঁধের উদ্বাস্তুর সন্তান’ ছিলেন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারী সংস্থায় কাজ করেছেন। বর্তমানেও একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন। চাকরির পাশাপাশি লেখালেখি ও সাহিত্য-সংস্কৃতি সংগঠক হিসেবে কাজ করেন। ধর্ম পহ্র (২০০৩), ফেবো (২০০৪), ওলি ওলি (২০০৫), পার্বত্য চট্টগ্রাম : ...শেষ কোথায় (২০০৫), ফুটবল কন্যা আনাই ও আনুচিং (২০১৭) বইগুলো লিখেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ও জাতিসংঘ শিশু অধিকার সনদ চাকমা ভাষায় অনুবাদ করেছেন।