ধীবর চন্দন
ধীবর চন্দন বেড়ে উঠেছেন খুলনার দক্ষিণে কাজীবাচা নদীর পশ্চিম তীরে। নটর ডেম কলেজের বিজ্ঞানের ছাত্র ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। পরে কিছুদিন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইন্সটিটিউট থেকে নবায়নযােগ্য শক্তি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসােসিয়েশনের সাধারন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন এক দফা। এবং সৌর শক্তি বিষয়ে উচ্চতর গবেষণা করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গবেষণা প্রতিষ্ঠানে। পারিবারিক জীবনে সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিবিদ, সঙ্গীতশিল্পী, থিয়েটার আর্টিস্ট ও চিত্রশিল্পী ঘেরা পরিবেশে বেড়ে উঠেছেন। লেখালেখির হাতেখড়ি শৈশবেই। কবিতা, গদ্য এবং অনুবাদ নিয়ে কাজ করা কখনােই থামাননি। তবে সর্বোপরি, ধীবর চন্দন একজন সর্বভূক পাঠক।