Skip to Content
Filters

author.name

নাজমুল হুদা পারভেজ

নাজমুল হুদা পারভেজ জন্ম ৩০ জুন ১৯৬৬ ইং খ্রিষ্টাব্দে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সরদার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত আলহাজ্ব আব্দুল হাকিম সরদার (সার্টিফিকেট নাম-আব্দুল হাকিম সরকার), মাতা নুরজাহান বেগম। পেশায় কুড়িগ্রাম জেলার চিলমারী মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক। তিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যশিল্পী, নাট্যকার, নাট্য নির্দেশক, কবি, লেখক ও সাংবাদিক। তিনি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের একজন নিয়মিত নাট্যকার ও নাট্যশিল্পী। চিলমারীস্থ নিবেদিতা সাংস্কৃতিক সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি শিল্পকলা একাডেমি চিলমারীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে তিনি উক্ত প্রতিষ্ঠানে একই পদে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রামের পক্ষ থেকে নাজমুল হুদা পারভেজকে উপজেলা পর্যায়ের একজন শ্রেষ্ঠ সাংস্কৃতিক কর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করে। এছাড়াও তিনি মৌলিক আধুনিক গানের গীতিকার ও সুরকার। হিসেবে পরিচিত।