Skip to Content
Filters

author.name

নাবিলা আনজুম জামান

নাবিলা আনজুম জামান নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা-তে অধ্যয়ন করছে। সে দশম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। পিতা: কাউসারুজ্জামান, মাতা: খােদেজা খাতুন। নাবিলা নামটা তার বড় মামা শােয়েব মােঃ কামাল এর দেওয়া। নাবিলা ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা বাের্ডে। সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। নাবিলা ছােটবেলা থেকেই শান্তশিষ্ট স্বভাবের, ঠিক যেমন তার বড় মামা। লেখালেখির অনুপ্রেরণাও পেয়েছে বড় মামার কাছ থেকে। যার অনুপ্রেরণায় বইটি ছাপানাের উদ্যোগ নেওয়া হয়েছে সে তার প্রিয় ছােট খালামণি সাবেরা খাতুন। ছােটবেলা থেকেই প্রতিদিন ডাইরি লেখে। প্রতিদিন নতুন কোথায় কি হলাে, দিনটা কেমন গেল, সবই ডাইরিতে লিখে রাখে। করােনাকালে লডাউনের সময় স্কুল বন্ধের ভেতর বাসায় বসে তার মাথার ভেতর এই উপন্যাস লেখার চিন্তার উদ্ভব হয়। জাতীয় পর্যায়ের রচনা প্রতিযােগিতায় সে পুরস্কার পেয়েছে। লেখালেখি ছাড়াও আবৃত্তি এবং গান গাওয়ার প্রতি তার বেশ ঝোঁক রয়েছে। বেশ কয়েকবার জেলা ও বিভাগ পর্যায়ে আবৃত্তিতে পুরস্কারপ্রাপ্ত

Books by the Author