নাসির আহমেদ
নাসির আহমেদ ১৭ মে, ১৯৫৭ সালে রাজবাড়ি শহরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন, বয়স তখন ১৩ বছর। সে অবস্থায় মেজ ভাই মহসিন উদ্দিন বতুর সাথে সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৭৫ সালে রাজবাড়ি সরকারি হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। তিনি স্কুলে স্কাউট কমান্ডার ছিলেন। স্কুলের দশ বছরের সেরা স্কাউট নির্বাচিত হন। ক্রীড়ায় স্কুলে বিশেষ সুনাম অর্জন করেন। এরপর রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ রেলওয়ের চাকরিতে যােগ দেন। স্ত্রী ও দুই সন্তানসহ তার পারিবারিক জীবন। বাস্তব অভিজ্ঞতার নিরিখে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা এটিই তার প্রথম গ্রন্থ।