Skip to Content
Filters

author.name

নাহার তৃণা

নাহার তৃণা জন্ম ২ আগস্ট, ঢাকায় বর্তমানে উত্তর আমেরিকায় বসবাস করছেন। ২০০৮ সালে লেখালেখির জগতে প্রবেশ। কমিউনিটি ব্লগ এবং লেখক ফোরামের পাশাপাশি গত কয়েক বছর ধরে লিখতে শুরু করেছেন দুই বাংলার বিভিন্ন সাহিত্যপত্রিকা এবং ওয়েবজিনে। নিয়মিত লিখে যাচ্ছেন প্রবন্ধ, গল্প, অনুবাদ, সাহিত্য সমালােচনা। সম্প্রতি ফেসবুককেন্দ্রিক বইপ্রিয় গ্রুপ বইয়ের হাট থেকে ইবক আকারে প্রকাশিত হয়েছে। তাঁর শিশুতােষ অনুবাদ গ্রন্থ ‘এক ডজন ভিনদেশি গপ্পো'। অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ ‘পেন্সিল পাবলিকেশনস প্রতিভা অন্বেষণ প্রতিযােগিতায় তার ‘স্টুডিও অ্যাপার্টমেন্ট সেরা গল্পগ্রন্থ নির্বাচিত হয়।