Skip to Content
Filters

author.name

নাহার মনিকা

নাহার মনিকা জন্ম, বেড়ে ওঠা বাংলাদেশের উত্তরবঙ্গে। পড়াশােনা করেছেন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীকালে লন্ডন স্কুল অব। ইকোনমিকস এবং স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনে রিসার্চার, কর্পোরেট এক্সিকিউটিভ এনজিও কর্মকর্তা। ইত্যদি পেশার অভিজ্ঞতা নয়ে বর্তমানে কানাডার বেক সরকারের স্বাস্থ্য বিভাগে কর্মরত। হয়, কত এবং অন্যান্য দ্য লিখছেন দীর্ঘদিন ধরে। একশত কাব্যগ্রন্থ : চাঁদপুরে আমাদের বর্ষা হল (২০০৮)

Books by the Author