Skip to Content
Filters

author.name

নিম্নী হাসিন

নিম্নী হাসিন নিম্নী হাসিন বিগত কয়েক বছর ধরে বিভিন্ন প্লাটফর্মে ছােট গল্প লিখছেন। ঢাকার ঐতিহ্যবাহী বকশীবাজার এলাকায় বড় হওয়া নিম্নী হাসিন শৈশব থেকেই শিল্প সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালােবাসা লালন করতেন। গভীর মােহে গল্পের বই সংগ্রহ করে পড়তেন। ছােট গল্পের প্রতি দূর্বলতার উৎস সেই গল্পগুচ্ছ। তার শিক্ষা জীবন কেটেছে দেশের খ্যাতনামা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোতে। উদয়ন বিদ্যালয়, ভিকারুননিসা নূন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্নী হাসিনের পদাচারণা তার মুক্ত চিন্তা চেতনার বিকাশ ঘটায় এবং উজ্জিবীত করে। শৈল্পকতার টানে পরবর্তীতে তিনি ফ্যাশন ডিজাইন নিয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করেন এবং দেশীয় ফ্যাশন হাউস এ কাজ করেন। সাহিত্যের জমিনে শব্দের চাষাবাদ গল্পের ফসল তুলার বাসনা মনের গভীরে লুকোচুরি খেলতে থাকে সকল সময়। মনের মনিকোঠায় তুলে রাখা শিল্প সাহিত্য চর্চা তাকে সদা আন্দোলিত করেছে কখনাে আঁকাআঁকি করতে, কখনাে গদ্য সাহিত্যে। আশির দশকে জন্ম নেওয়া নিম্নী হাসিন তার লেখনীর মাধ্যমে বর্তমান সমাজে সমসাময়িক ঘটনা তুলে ধরতে কাজ করে যাচ্ছেন।