Skip to Content
Filters

author.name

নির্ঝর আহমেদ প্লাবন

নিঝর আহমেদ প্লাবন আবৃত্তিশিল্পী, আবৃত্তি প্রশিক্ষক ও গবেষক, সাহিত্য সমালােচক এবং নজরুল বিশেষজ্ঞ। তিনি বক্তা হিসেবেও সুপরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সমাপন করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং রাজশাহী ক্যাডেট কলেজে বাংলা বিভাগে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি কুমিল্লা ক্যাডেট কলেজে বাংলা বিভাগে শিক্ষকতা করছেন। ছােটবেলা থেকেই তিনি আবৃত্তি শিল্পের সঙ্গে জড়িত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি চট্টগ্রাম থেকে তিনি দুই বছর মেয়াদী আবৃত্তি কোর্স সমাপন করেন। কণ্ঠশীলন এবং ‘দৃষ্টি সংগঠন আয়ােজিত চার মাস মেয়াদী আবৃত্তি কর্মশালায় অংশগ্রহণ করেন। ২০০৬ সাল। থেকে বিভিন্ন সংগঠনে আবৃত্তি প্রশিক্ষণ দেয়া শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে লেখালেখির সূচনা। আধুনিক বাংলা কবিতা, নজরুল সাহিত্য এবং আবৃত্তি বিষয়ে লেখালেখি করেন। জার্নাল, দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা এবং লিটল ম্যাগাজিনে তিনি নিয়মিত লেখক। নজরুলের কবিতা নিয়ে এম.ফিল করছেন। বেশ কিছু আবৃত্তি সংগঠনের সঙ্গে তিনি জড়িত। আবৃত্তি তাঁর ধ্যান-জ্ঞান। বাংলাদেশি সংস্কৃতি এবং আবৃত্তি শিল্পের বিকাশে তিনি নিরন্তর কাজ করে চলেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ‘নিকুণ আবৃত্তি অঙ্গন' সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকায় অবস্থিত ‘পুবের হাওয়া বাংলাদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি।