Skip to Content
Filters

author.name

নীহার লিখন

নীহার লিখন জন্ম : ৩ অক্টোবর ১৯৮৩, শিববাড়ী, শেরপুর। স্থায়ীভাবে বসবাস করেন ময়মনসিংহে। ব্রহ্মপুত্রের কবি' নামে অভিহিত, এই কবি বহুমাত্রিক শিল্পমাধ্যম নিয়ে কাজ করেন, মূলত কবি, গদ্যকার, অনুবাদক। ইতােমধ্যে অনুবাদ করেছেন মিরােস্লাভ হলুভ, জন এশবেরী, ইবসেন, ইয়াং লি সহ অনেকের কবিতা। বাইলিঙ্গুয়াল এই কবির মৌলিক ইংরেজি কবিতাও ইতােমধ্যে দেশ ও দেশের বাইরে জার্মানি, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশের সংকলনে সংকলিত হয়েছে, তার কবিতা অনূদিত হয়েছে রুশ, ইংরেজি ভাষাতেও। প্রকাশিত কাব্যগ্রন্থ: ব্রহ্মপুত্র (মেঘ প্রকাশন) ২০১৭; আমি আপেল নীরবতা বুঝি (প্রিন্ট পােয়েট্রি) ২০১৭; ব্যাকহােল ও পড়শিবাড়ি (মেঘ প্রকাশন) ২০১৮; পিনাকী ধনুক (বৈভব প্রকাশনী) ২০২০; মনসিজ বাগানের শ্বেত (কবি মানস) ২০২০; নতুন পৃথিবীর প্রথম বনমােরগ (বৈভব প্রকাশনী) ২০২১।