Skip to Content
Filters

author.name

নূর আঁখি

নূর আঁখি নূর আঁখি, জন্ম ও বেড়ে ওঠা এই নগরে। সরল, সাধারণ ও স্বল্পভাষী মানুষ। কবিতা লেখার চেয়ে গােটা জীবনটাকেই কবিতা ভাবা এই মানুষটার লেখালেখি শুরু মেয়েবেলায়। পত্রিকায় ছড়া ও কবিতা লেখার মাধ্যমে। বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে গল্প ও প্রবন্ধ। এবার যােগ হলাে প্রথম কাব্য গ্রন্থ - আমি শুধুই ভালাে আছি। ভালাে থাকা একটা আপেক্ষিক ব্যাপার। ভালাে আছি বলতে পারে। ক'জনে? সেখানে শুধুই ভালাে থাকা। মানে একেবারে বিশুদ্ধ প্রেমের মতই। বিশুদ্ধ যাতনা ভরা ভালাে থাকা!

Books by the Author