Skip to Content
Filters

author.name

নূর মোহাম্মদ

নূর মোহাম্মদ ১৯৪৪ সালে যশোরে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আব্দুল মালেক, মাতা মরহুমা ইছারুন নেসা। স্কুলে থাকাকালীন সময়ে ছাত্র ইউনিয়নে যোগ দেন ১৯৫৮ সালে। ১৯৬২ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ’৬২-এর আন্দোলনে বৃহত্তর যশোর জেলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য এবং পর বছর অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৬৪-৬৫ সালে এমএম কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন। ’৬৯-এর গণ- আন্দোলন পর্যন্ত সব সংগ্রামে তিনি অংশগ্রহণ করে একাধিকবার জেলে গেছেন। ১৯৭০ সালে জানুয়ারি মাসে শিক্ষকতা করা অবস্থাতে আত্মগোপনে চলে যান। ’৭১-এর যুদ্ধে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (এমএল)-এর পক্ষে যশোর জেলা কমিটির সদস্য ও সামরিক কমিশনের আহ্বায়ক ছিলেন। সম্প্রতি তিনি মহাবিদ্রোহের ১৫০ বৎসর পূর্তি উৎযাপন জাতীয় কমিটির আহ্বায়ক, সমুদ্র সম্পদ ও সীমানা রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত প্রায় দুই যুগ যাবৎ তিনি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখে আসছেন। তাঁর প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে – ইতিহাস সমাজ-রাষ্ট্র সংস্কৃতি; আন্তর্জাতিক সমুদ্র আইন ১৯৮২, পুঁজিবাদ- সাম্রাজ্যবাদের উৎপত্তি ও আগ্রাসনের প্রেক্ষাপটে সিভিল সোসাইটি; পলাশী যুদ্ধের কারণ – ইতিহাসের পুনর্পাঠ; বঙ্গীয় মুসলমান সমাজ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ও সাম্প্রদায়িকতা; একাত্তরের যুদ্ধ – যশোরে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট (এমএল)-এর বীরত্বপূর্ণ লাড়াই ও জীবনদান; সোভিয়েত মার্শালদের দৃষ্টিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্ট্যালিন এবং জলবায়ু পরিবর্তন বিশ্ব এখন কোন পথে ইত্যাদি।