Skip to Content
Filters

author.name

পারভীন আক্তার

পারভীন আক্তার জন্ম ১৯৭৭, সিরাজগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স ও পিএইচডি করেছেন বাংলা সাহিত্যে। বর্তমানে। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সহযােগী অধ্যাপক। | লেখেন প্রবন্ধ। তাঁর রচিত প্রবন্ধ প্রকাশ হয়েছে বিভিন্ন। সাহিত্য পত্রিকায় । প্রকাশিত গ্রন্থ : সমরেশ বসুর মিথিক উপন্যাসের বিষয় ও| শিল্পরূপ [২০১১]