পীযুষ কান্তি বড়ুয়া
পীযুষ কান্তি বড়ুয়া কর্ণফুলির নিবিড় মায়ায় বিকশিত গ্রাম চরণদ্বীপের মাটির গভীরে তার শেকড়। তারই মাটি-হাওয়া-জলে বেড়ে ওঠা এক সত্ত্বা পীযূষ কান্তি বড়ুয়া যার প্রযত্ন সাদা মনের আলাের মানুষ পিতা সুরেশ চন্দ্র বড়ুয়া ও রত্নগর্ভা মাতা পাখি রানি বড়ুয়া। সাহিত্যের সকল শাখায় তার সহজ বিচরণ। শৈশবে খেলাঘরের সাহিত্য বাসরে ছড়া দিয়ে লেখালেখির সূচনা। তারপর ক্রমে ক্রমে কবিতা, প্রবন্ধ, কথাসাহিত্যসহ সকল ক্ষেত্রেই নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। জাতীয় ও স্থানীয় দৈনিকে সাহিত্য ও স্বাস্থ্য বিষয়ক কলাম লিখে চলেছেন নিয়মিত। মেঘনার ইলিশের সাথে মিতালি পাতিয়ে রচনা করেছেন প্রথম একক ইলিশি ছড়াগ্রন্থ ‘ইলিশের বাড়ি।