পুষ্পাজিৎ কর্মকার
পুষ্পজিৎ কর্মকার পশ্চিম দিনাজ পুর অধুনা দক্ষিণ দিনাজপুরের সিহল গ্রামের ছেলে।। জন্ম তদানীন্তন পূর্ব পাকিস্তান। রংপুর, জেলার নীলফামারি শহরে। বাল্যকাল থেকেই তিনি মেধাবী ছাত্র। পরে স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উপাধি লাভ করেছেন। কর্মজীবনে ব্যাংক-ম্যানেজার হয়ে ভারতের বিভিন্ন স্থানে কাজ করেছেন। সেই ছােটবেলা থেকেই লেখার সখ।। অনেক ছােটবেলা থেকেই গল্প, উপন্যাস ‘মানসী ও মানস’ইত্যাদি লিখে আসছেন। আন্দামানের মানুষ সম্বন্ধে অনেক অজানা তথ্য এখন প্রকাশের অপেক্ষায়।