প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন
প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের জন্ম ১৯৬২ সালে কুষ্টিয়ায়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রী লাভ করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে। এমবিএ ডিগ্রীও অর্জন করেছেন ফিন্যান্সে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে অর্জন করেছেন প্রভুত অভিজ্ঞতা। উচ্চতর প্রকৌশল জ্ঞান ও উন্নয়ন। ব্যবস্থাপনায় অনন্যসাধারণ দক্ষতায় সমৃদ্ধ তাঁর কর্মজীবন। পেশাগত জীবনের শুরু বিসিএস ১৯৮৪ ব্যাচের রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে। বাংলাদেশ রেলওয়ে ও বিদ্যুৎ বিভাগে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। দায়িত্ব পালন করেছেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন- কোম্পানি লি. ও ইউনাইটেড আতগঞ্জ এনার্জি লি.-এর চেয়ারম্যান এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লি., কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লি... বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লি., ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি অব বাংলাদেশ লি. ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লি.-এর পরিচালক হিসেবে। বর্তমানে তিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বর্তমান চেয়ারম্যানও তিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের জেনারেল কন্ট্রাক্ট, রাশান ফেডারেশন সরকারের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় ঋণ চুক্তি, প্রক প্রস্তাব (ডিপিপি) এবং স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল রাশান ফেডারেশনে ফেরৎ দেওয়া সংক্রান্ত চুক্তি প্রণয়ন ও চূড়ান্তকরণে মুখ্য ভূমিকা পালন করেছেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই (FCD) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।