Skip to Content
Filters

author.name

প্রফেসর ড. দিরাজুর রহমান খান

প্রফেসর ড. দিরাজুর রহমান খান এক সম্রান্ত মুসলিম জমিদার পরিবারে ১৯৫৬। সালে ঢাকায় ৩০৪ লালবাগের পিত্রালয়ে। জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আলহাজ্ব ডা. মজিবর রহমান খান (এল.এম.এফ ক্যাম্বেল কলকাতা) এবং মাতার নাম আলহাজ্ব ছালেহা রহমান। তার পিতা একজন লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক ছিলেন। তাঁর পিতামহ মরহুম আব্দুল মজিদ খান মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন মুষ্টি গ্রামের জমিদার ছিলেন। একই সঙ্গে কলকাতার মির্যাপুর” (৭ নম্বর বুদ্ধউস্তাকার লেন) একজন লব্ধ প্রতিষ্ঠিত মুদ্রণ ব্যবসায়ী ছিলেন। তাঁর মাতামহ মরহুম আব্দুল জব্বার ভূইয়া ওরফে নাদু ভূইয়া ঢাকা জেলার দোহার থানাধীন বিলাশপুর পরগনার প্রাক্তন জমিদার ছিলেন ও বঙ্গীয় ঋণ শালিসী বোর্ডের সম্মানিত সদস্য ছিলেন। ড. দিরাজ ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুল থেকে ১৯৭২ সালে এস.এস.সি পাস করেন। ১৯৭৪ সালে ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি পাস। করেন। ১৯৭৭ সালে অত্যন্ত কৃতিত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বি.এ (অনার্স) ডিগ্রি লাভ করেন।। ১৯৭৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার কওে এম.এ ডিগ্রি লাভ করেন। ২০০৮ সালে ঢাকা