প্রফেসর মো. মোজাম্মেল হক
প্রফেসর মাে. মােজাম্মেল হক জন্মগ্রহণ করেছেন বৃহত্তর রংপুর জেলার ভূরুঙ্গামারী উপজেলার বহালগুড়ি গ্রামে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও এম. এ ডিগ্রী অর্জনের পর তিনি ১৯৭৩ সালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে প্রভাষক পদে যােগদান করেন। অধ্যাপনা করেছেন। কুড়িগ্রাম সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, চাদপুর সরকারি কলেজ এবং উত্তরবঙ্গের শ্রেষ্ঠ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ, রংপুরে। রাজশাহী শিক্ষা বাের্ডের কলেজ পরিদর্শক ছিলেন। অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, সরকারি এন. এস. কলেজ নাটোর, সরকারি কলেজ দিনাজপুর এবং কারমাইকেল কলেজ, রংপুরে। সবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে নিয়ােগ দান করেন রংপুর বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে। সততা ও সুনামের সাথে তিনি এসব গুরুদায়িত্ব পালন করেন। শিক্ষাবিদ ও গবেষক এ মানুষটির লেখা গ্রন্থের সংখ্যা অনেক। এর মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ব্রিটিশ ভারতের সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন, বাংলাদেশের শাসনব্যবস্থা ও রাজনীতি, বঙ্গবাঙ্গালা-বাংলাদেশ, জাতীয় সংসদ, ১৯৭১ : উত্তাল মার্চের দিনগুলি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ছােটদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব : সংগ্রাম ও বন্দিজীবন গ্রন্থ ছাড়াও রাষ্ট্রবিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ে তাঁর লেখা গ্রন্থসমূহ উল্লেখ যােগ্য। লেখালেখির পাশাপাশি তিনি বেশকিছু সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সাথেও নিবিড়ভাবে জড়িত। ছাত্রজীবনে তিনি বঙ্গবন্ধুর ৬-দফা আন্দোলনসহ তার সংগ্রামী জীবনকে দেখেছেন। উনসত্তরের গণআন্দোলন, একাত্তরের অসহযােগ আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাথে সরাসরি জড়িত ছিলেন। বঙ্গবন্ধুকে তিনি দেখেছেন প্রত্যক্ষভাবে, খুব কাছ থেকে। জানতে চেষ্টা করেছেন তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি।।