Skip to Content
Filters

author.name

প্রিন্স মুহাম্মাদ সজল

প্রিন্স মুহাম্মাদ সজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউট এর মাস্টার্সের শিক্ষার্থী। বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাস, ভূগোল, দর্শন ও সমসাময়িক আন্তর্জাতিক রাজনীতির তিনি একজন উৎসাহী পাঠক। তাঁর খেলাতেও এসবের ছাপ স্পষ্ট। এর বাইরে তিনি ফুটবল নিয়ে লেখলেখি করেন শখের বশে। দেশের বৃহত্তম ফুটবল কমিউনিটিগুলোর একটি ফুটবল ম্যানিয়াক্স অব বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিাতা হিসেবেও তাঁর পরিচিতি আছে। লেখক স্বপ্ন দেখেন সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার ভিত্তিতে গড়ে ওঠা এক পৃথিবীর, যেখানে ভ্রাতৃত্ব আর ভালোবাসার বন্ধন ভিন্ন ভিন্ন মত পথের মানুষকে একই সুতোয় বেঁধে রাখবে।

Books by the Author