Skip to Content
Filters

author.name

ফখরুল হাসান

ফখরুল হাসান প্রতিভাবান তরুণ শিশু-সাহিত্যিক ফখরুল হাসান কিশােরগঞ্জ জেলার হােসেনপুর থানার ধুলজুরী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মরহুম আব্দুল আজিজ সরকার ও বিবি হাওয়ার এক মাত্র সন্তান। ২০১৬ এর একুশে বইমেলায় তার একক কাব্যগ্রন্থ ‘হৃদয়। পােড়া গন্ধ প্রকাশিত হয় এবং ২০১৭ এর একুশে বইমেলায় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নিমগ্ন দহন' শিরােনামে। আরাে একটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয় যা ফখরুল হাসান-কে আলােচনায় নিয়ে আসে। কবির বহুল আলােচিত কাব্যগ্রন্থ ‘দহন দিনের গান প্রকাশ হয় ২০১৮ একুশে বইমেলায় ফখরুল হাসান লেখালেখির অবদানের জন্য এখন পর্যন্ত যে সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কবি পরিষদ সম্মাননা, জাতীয় কবি নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান অগ্নিবীণা সাহিত্য সম্মাননা, বিচারপতি এস এম মুজিবুর রহমান। সাহিত্য সম্মাননা, বাবুই প্রকাশনী লেখক সম্মাননা ও দৈনিক মুক্তির আশা সাহিত্য সম্মাননা ইত্যাদি কবির লেখা কাব্যগ্রন্থ তিনটি, মুক্তিযুদ্ধের ছােট গল্পের সম্পাদিত গ্রন্থ একটি। নিয়মিত জাতীয় দৈনিকে লিখছেন কবিতা শিশুতােষ গল্প ও ছড়া লেখালেখির মাধ্যমে আমাদের রাষ্ট্র এবং সমাজের সবখানে সঠিক সত্যের ভিত্তিতে অধিকার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন তিনি এটাই তার লেখার প্রত্যয়।