ফরহাদ খুররম
ফরহাদ খুররম জন্ম ২১ মার্চ, ' ময়মনসিংহের বিদ্যাগঞ্জে। ডিপ্লোমা ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করলেও। চিকিৎসা ক্ষেত্রের গণ্ডির বাইরে এসেও লিখছেন দীর্ঘদিন যাবৎ। লেখালেখির শুরু সেই সত্তর দশকের শেষ দিকে। ' দাদাভাইয়ের কচি-কাঁচার আসর ও সংবাদের খেলাঘর-এ; আরও অনেক পরে কিশাের তারকালােক-এ।লিখেছেন শিশু-কিশােরদের জন্য। সবই। 'গল্প, আরেকটু স্পষ্ট করে বললে রম্যগল্প । দীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তি টেনে এখন অবসর জীবনে শুধুমাত্র। লেখালেখি নিয়েই আছেন। প্রথম বই। বারােমামার এক ডজন, প্রকাশিত হয়।২০১৭ সালের একুশে বইমেলায়।।