Skip to Content
Filters

author.name

ফরিদা মজিদ

ফরিদা মজিদের জন্ম ১৯৪২ সালের ২৭ জুলাই কলকাতায়। তিনি কবি গোলাম মোস্তফার বড় মেয়ে জোছনার কন্যা। কবি গোলাম মোস্তফার সান্নিধ্যেই তার কবি সত্ত্বা গড়ে উঠে। 'গাঁদা ফুলের প্রয়াণ ও যারা বেঁচে থাকবে' কবিতার বইয়ের এই কবি দীর্ঘকাল প্রবাস জীবন কাটিয়েছেন।