ফারহানা মান্নান
ফারহানা মান্নান জীবনের আটপৌরে ছকে কখনােই নিজেকে বেঁধে ফেলতে চাননি ফারহানা মান্নান। তাই শিক্ষাক্ষেত্রে-কর্মক্ষেত্রে, দেশে-বিদেশে, ঘরে-বাইরে সবখান থেকেই তিনি সংগ্রহ। করেছেন বিচিত চিন্তার খােরাক। এইসব। সুকুমার চিন্তার প্রকাশ তিনি – গদ্য, কবিতা ও ছবি – শিল্পের এই তিন মাধ্যমেই ফুটিয়ে তুলেছেন। তাঁর শিল্পীচর্চার ফুটন ঘটে কৈশােরে, কবিতাচর্চার সাথে পরিচয় ঘটে। তারুণ্যে এবং গদ্যভাবনা বিকশিত হয় সুদূর কানাডার তুষারাবৃত হ্যামিলটন শহরে। তিনি ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির একজন স্নাতক এবং পেশায় প্রকৌশলী। বর্তমানে শিক্ষিকা, চাঁদপুরে জন্ম ও ঢাকায় বেড়ে ওঠা।