ফারহিম ভীনা
ফারহিম ভীনা পেশায় সরকারি কর্মকর্তা, নেশায় লেখক। ঢাকায় তার জন্ম ও বেড়ে ওঠা। পড়াশােনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে। দেশ ও বিদেশে সাংবাদিকতা বিভাগে পড়াশােনার পর ফারহিম ভীনা বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যােগ দেন। তিনি বিসিএস পনেরাে ব্যাচের সদস্য এবং বর্তমানে যুগ্ম সচিব হিসেবে অর্থ বিভাগে কর্মরত আছেন। ফারহিম ভীনা ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবনে তিনি লেখালেখির পাশাপাশি ক্ষুদে পত্রিকা সম্পাদনা ও খণ্ডকালীন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। সাহিত্যের সব শাখার প্রতি তার রয়েছে গভীর অনুরাগ। ১৯৯৭ সালে ফারহিম ভীনার প্রথম কিশাের গল্প সংকলন ‘চাদের সাথে আড়ি' প্রকাশিত হয়। তারপর দীর্ঘ বিরতি ও সাহিত্যের জন্য পাঠ প্রস্তুতি। ২০১৫ সালে নগর জীবনের নিঃসঙ্গতা নিয়ে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘তবে আমি বৃক্ষ হব'। লন্ডনের অভিবাসী মানুষের জীবন নিয়ে ২০১৮ সালে প্রকাশ করেন ভ্রমণগদ্য ‘লন্ডনের দিন-রাত্রি'। এ বছর এ লেখকের প্রকাশিত হচ্ছে ৪টি বই। কিশাের গল্প সংকলন ‘মেঘ রঙের দুপুর', ঐতিহাসিক চরিত্র অবলম্বনে উপন্যাস ‘ক্ষুদিরাম’, আত্মজৈবনিক উপন্যাস ‘রােদুরের বৃষ্টি ও পিয়াল্লো পাখির গান। ভ্রমণগদ্য ‘নিঘুম শহরে জ্বলে আলাের লণ্ঠন’ও বের হচ্ছে এ বছরই। নারী, শিশু, গণমাধ্যম, প্রশাসন ও উন্নয়ন নিয়ে তার বিভিন্ন প্রবন্ধ জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।