ফারুক ফয়সল
ফারুক ফয়সল লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তিন যুগেরও বেশি সময় ধরে। তবে লেখার সংখ্যা দিয়ে তাঁর পাঠাভ্যাসের পরিমণ্ডলটি চেনা যাবে না। এক্ষেত্রে তিনি একেবারেই আগ্রাসী। শিল্প সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, দর্শনের মত বিবিধ ক্ষেত্রে পাঠাভ্যাসকে অবিরত জাগিয়ে রেখেছেন প্রবাস জীবনের শত ব্যস্ততার মাধ্যেও। লিখেছেনও কম নয়। তবে পাঠের সঙ্গে লেখার বিস্তৃতি কম না হলেও প্রকাশের ক্ষেত্রে একেবারেই শুচিবায়ুগ্রস্ত। সেই সূত্রেই গ্রন্থাকারে লেখা প্রকাশে অনীহা। প্রবন্ধ, উপন্যাস, কবিতা মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ। গল্পগ্রন্থ প্রেমে অপ্রেমে তার ষষ্ঠতম রচনা-সংকলন। রয়েছে দুটি সম্পাদিত সংকলন গ্রন্থও। এর একটি তার একক সম্পাদিত চর্যাপদ থেকে আধুনিক বাংলা কবিতার সংকলন কালের অমৃতধারা, অন্যটি হাসান ফেরদৌস ও ইকবাল হাসানের সঙ্গে যৌথভাবে সম্পাদিত উত্তর আমেরিকার লেখকদের রচনা-সংকলন স্বনির্বাচিত। এ ছাড়াও রয়েছে বিষয়ভিত্তিক অন্যধারার দুটি একক আবৃত্তির অডিও অ্যালবাম-কবিতার শরীর বেয়ে এবং কালের অমৃতধারা।