Skip to Content
Filters

author.name

ফাহিম মোরশেদ

ফাহিম মােরশেদ ফাহিম মােরশেদ জন্ম এবং বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। তিনি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টে পড়ালেখা করছেন। পড়ালেখার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সাথে জড়িত। যা দ্বারা তিনি দেশের জন্য কিছু করে যেতে চান। লেখালেখি ছাড়াও তার অন্যতম শখ বই পড়া এবং ভ্রমণ। দেশব্যাপী লেখালেখির মাধ্যমে বই ও জ্ঞানের কথা ছড়িয়ে দিতে তৈরি একটি প্ল্যাটফর্ম হলাে রাইটার্স ক্লাব বিডি। ফাহিম মােরশেদ এই প্ল্যাটফর্মের সহপ্রতিষ্ঠাতা।