বদরুল হায়দার মিয়া
বদরুল হায়দার মিয়া জন্ম : ৬ মে, ১৯৬১, গ্রাম : বাটিকামারী, থানা : মুকসুদপুর, জেলা: গােপালগঞ্জ, পিতা: জনাব আবদুল খালেক মিয়া, মাতা: মােসাম্মৎ হাবিবা বেগম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম. (সম্মান) সহ এম. কম. (২য় স্থান) পাশ করেন। পরবর্তীকালে বাংলাদেশ ল' কলেজ থেকে এল. এল. বি. পাশ করে The Institute of Chartered Accountants of Bangladesh [ICAB] থেকে C. A. Course শেষ করে BRITISH HOME STORES এ চাকুরী নিয়ে বিদেশ গমন করেন। ১৯৮৭ সালে। তিনি বাংলাদেশ পাবলিক লাইব্রেরী থেকে কবিতার উপর পুরস্কার লাভ করেন । লেখালেখির সঙ্গে তিনি স্কুল জীবন থেকেই জড়িত। দেশের বেশ কিছু পত্রিকায় কিছু কিছু লেখা প্রকাশিত হয়েছে। তার প্রথম কাব্য ‘অনসূয়া। দ্বিতীয় কাব্য নিঃসঙ্গ অঙ্গনা। তৃতীয় কাব্য ‘অনঙ্গ বউ'। চতুর্থ কাব্য ‘সাঁঝবাতি পঞ্চম কাব্য নির্বাচিত কবিতা এবং খেয়ালী শেয়াল তার শিশু-কিশােরদের জন্য গ্রন্থাকারে। পথম প্রয়াস। পরবর্তিতে পড়াশুনার জন্য (CGA, Toronto, Canada CPA Colorado, America) উত্তর আমেরিকায় গমন করেন। তিন কন্যা- অরনি, অরিন, অনিরা। স্ত্রী রওশন আরা ডেইজী, সহযােগী অধ্যাপিকা, সরকারি নাজিমুদ্দিন কলেজ, মাদারীপুর।