Skip to Content
Filters

author.name

বাদল চৌধুরী

বাদল চৌধুরী সাম্প্রতিক বাংলা কাব্য জগতে বাদল চৌধুরী অতি সুপরিচিত একটি নাম। তিনি অল্প সময়ের মধ্যে সৃজনশীল তরুণ তাজ কবি হিসেবে স্বােপার্জিত মুদ্রায় নিজেকে চিহ্নিত করতে পেরেছেন। সাংস্কৃতিক আন্দোলনে দেশের তারুণ্য শক্তির একনিষ্ঠ সংগঠক হিসেবে তাঁর সুপরিচিতি রয়েছে দেশব্যাপী | তিনি একাধারে কবি-সাংবাদিক-সংগঠকসমাজসেবক-নাট্য ও সাংস্কৃতিক | কর্মী। তাঁর লেখা ছড়া-কবিতা-ছােটগল্পনাটক-গান মননশীল কৃতিত্বের ছাপ বহন করে। ইতােমধ্যে এই লেখকের অনেকগুলাে গ্রন্থ প্রকাশিত হয়েছে। পিতৃহীন স্বদেশের কাব্য চিত্র, ছােটদের প্রিয়গল্প, ছড়ার কুঁড়ি ফুটুক, বঙ্গবন্ধু একজন, বাংলার প্রিয় মুখ শেখ হাসিনা, বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠ, বাংলা ভাষার অমর ভাষা শহীদ গ্রন্থগুলাে বিশেষভাবে উল্লেখযােগ্য।